=====================
চোখের ভীতরে চোখ- আরেক
চোখে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ-
মনের গভীরে মন ছুটে যায় মনে
দুঃখ বেদনা জুড়ে শুধু মিষ্টি সুখের আর্তনাদ;
শুনলো কেউ- তরুলতা আকাশ মাটি-
ভবের ভীতর দেখো চোখ মন সবই খাঁটি;


দেহহাতি নুনে খাইল দিনে দিনে দুর্গতি
প্রেমমালা এখনো ভাবো না সংগীতি-
কয়দিনের বাহার করো- হয়ে  উড়া পাখি
বুকের উপর মিশমিশে উছলা উছলা মাটি;
তবুও জিজ্ঞাসা থাকল চোখের ভীতর মন
মনের গভীরে চোখ শুধু উছলা উছলা মাটি।


২০ কার্তিক ১৪২৬, ০৫ নভেম্বর ১৯
----------------------------------