=====================
সত্যই শহরগুলো আজ রঙে রঙ সাজে
উল্টো দিকে বাতিজ্বলছে আর উলঙ্গ মুখেেহাসি-
রক্তগুলো পানি ! দেহগুলো ইটপাথরের
পুষ্যি ছান্না তাই হারিয়ে যাচ্ছি কথাও?


সেই আদিতে নিশিকাব্য কাচামাংস খাচ্ছি !
রক্তপান করচ্ছি ! এটাই এখন সু-সভ্য সমাজ
মানবজাতির শঙ্খচিলে চিত্তবৃত্ত ডানায় উড়াউড়ি;
তবুও হায়না খুঁজছে রক্তাক্ত পশুর তাজা প্রাণ-


একেমন মানবতা- একেমন ক্ষমতার লালসা
চোখে শুধু রক্তাক্ত বিভোর নেশা- অতঃপর
ঘরে ঘরে সুইচহীন বাতি টিপছে টিপছে আর
শত বস্ত থাকা শর্তও- শহর এখন উলঙ্গ শহর।
০৬-০৮-১৮
-----------