=====================
মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে আজ হইলাম
পশু কিংবা উভচর প্রাণী বিশেষ !
যখন শ্লোগনে মুখরিত হবে উভচর প্রাণী-
উভচর প্রাণী- কেমন লাগবে মানুষ?
হয় তো আলো ছায়ায় হিংস্রো গর্জে উঠবে-


পিচু আঘাতে রক্তক্ষণ কিংবা মরণ;
কিন্তু বিবেক- না ফেরা দেশে যাওয়া?
তারপর উভচর প্রাণী- না , অথচ যে বটছায়া
রেখে এসেছি- তার ছায়াতলে নব্য মনুষ্যত্বহীন-
অতঃপর প্রকাশে স্বীকার করি উভচর প্রাণী।
০২-০১-১৯
-------------