মূল্যহীন জীবনটাকে
কিছু ভাবতে পারছি না-
চারপাশে কত গাড়ির আওয়াজ
বৈচিত্র রঙিলা ছবির বাহার-
স্বপ্নেও এক একটা দেখি না;


মানুষ বোতল কিনে- বোতল খায়-
অথচ কোন অনুভূতির সৃষ্টি শিখা নাই
একেই বলে জীবন মোহনার খেলা
নদ নদী খাল বিল বছরে পর বছর
ভাঙ্গে যাচ্ছে কত ঘর বাড়ি!


অথচ জীবনের মানে কিছুই ভাবছি না
হঠাৎ ভেঙ্গে যাওয়া খেলার পুতুল নয় তো কি?
অতঃপর জীবন হলো মাটির দেয়াল-
কিছু ভাবার আগে- ভাবাই যায় না।


২৩ভাদ্র ১৪২৮, ০৭ সেপ্টেম্বর ২১