=============================
নতুনত্ব ভাবনার জালে রুই মাছ আর আটকে না
ইলিশ মাছের ঝাক বদলে গেছে ঢেউয়ের বিপরীতে;
তবে মাঝে মাঝে বাঁশির সুর কল্পনা বেশ যন্ত্রনাদায়ক
হয়ে উঠে- তবুও সুর ধরি কিন্তু গানের কণ্ঠ নেই;
বাতাসে ঠিকি গন্ধ ভাসে অথচ বৃষ্টির ঘন মেঘ শূন্য-


তারপরও গড়গড় করে বৃষ্টি পড়ে, ব্যাঙের ডাক শুনা
যায় আর জেলে মাঝিদের সুখ দুঃখের আর্তনাদ-
চান্দা, খলশেদের অবসকাল, পুকুর কিংবা বিলের ঝার;
অতঃপর সর্ত ভাবনার সাথে রেখো না কোন আড়ি-
জনসমুদ্রের সমুখে হোক না একটি বাড়ির ভাবনা রঙ।


০৫ ভাদ্র ১৪২৬, ২০ আগস্ট ১৯
-------------------------------