====================
মাটির ভাবনা বড়ই বিচিত্র
সবসময় গন্ধরূপ আরোও ভিন্ন-
বুঝা বড়ই দায়-যেনো যমুনার মতো
ভাবতে চাই কিছু ফুলফল যত;
যদি না হয় ডুমর কিংবা মাকাল
দেখছি তাই- ভাবনারা বায়-
সুফল নাই নাই তবু এসে যায়
উত্তর দক্ষিণ জানালায় কেয়ামত !
সবুজ ঘাসে লটপুটি চাঁদের দর্পন নাই
অতঃপর ধূসর মাটি ভাবনাতে রয় ।
১৮-০৪-১৮
=======