কি পথ বানায়ছো পথ মারি
দয়াল -আমি দেখেছি -
পথের ঘাটে
পূর্বপুরুষের মাটি!
সেই পথে একে একে
ভাঙ্গলো কত খুটি আর বাটি;


এ খুটি ভাঙ্গবে একদিন
কে বুঝিবে- কে মানিবে
আমি ছিলাম পূর্বপুরুষের মাটি।


পথের মাঝে নিঠুর নিয়তি
ভাবতে ফুরায় পিরিতি-
ও দয়াল এ কেমনে জনম গড়া
মাটির সমতি-


কে হবে খাঁটি আর কে বা
হবে পুড়া বাটি।
আমি খুটিও চিনিলাম
বাটিও দেখিলাম
শুধু পেলাম না পিরিতি।
০৪-০৮-১৭
=======