=====================
ভাবের পরশে একটু না হয় উত্তর দক্ষিণ
ভাবি- কেমন করে চতুর্দোল দোলছে-
ভাল মন্দ মানেই যদি মানো ঊষসী জীবন
তাহলে আরেকটি আছে ক্ষণস্থায়ী মরণ।


চিত্ত বৃত্ত রঙধনু মানে হয় কি জীবন-
এভাবে থাকলে পরে মরণের কি হবে-
পাঁপড়িতে আঘাত আসবে সইবে কি স্বজন?
মরণ তো ছাড়বে না -বুঝবে না মন্দ-


চারপাশ গিলে খাচ্ছে দেখো কত আকন্দ-
তবুও সময়ে করো- সময়ে করো- ভাল খন্দ।
২২-১০-১৮
-----------