মৌ মাছির মতো ভাল থাকো
প্রজাপতির মতো রঙ ছড়াও-
সূর্য স্নানে ঘাস ফুলের মতো হাস!
লজ্জাবতীর মতো লাজুক থাকো;
তারপর ঝর্ণার মতো মেঠো পথে হাঁট-


আকাশের মতো কালমেঘ মুক্ত হও!
আর সবুজ দিগন্তের মাঠে, দৃষ্টি রাখ-
সোনা সফলের মতো মন ভাবনায় ভাব
বিচক্ষণ কাল ফিঙের মতো বিচরণ করো-
শান্ত পায়রার মতো দোয়েলের গান গাও।
১৬চৈত্র ১৪২৮, ৩০মার্চ ২২