======================
শূন্য দেশে পুণ্যবেশে ভেবে নিবো!
ঘাসফড়িংতে ভালবাসা আসছে ফিরে-ফিরে-
অপেক্ষা শুধু সবুজ মাটির ভিরে-
তবুও ঘাসফুল হাসে উঠে রোদ বৃষ্টি ঝড়ে;
এবুঝি ভালবাসা আসছে ফিরে- ফিরে।


পূজ্যপাদে এখন শুধু প্রহরগুণা-
আর কত ক্রস দূর- চলছে বেশ কাছাকাছি
হচ্ছে সোনালি ভোর অথবা কচি
ঘাসের অঙ্কুর- ভাবতে পার অপেক্ষা শুধু সবুজ
আঙ্গীনা জুড়ে মৃত্তিকা ঘর- ভাব না
এভাবেই আসবে ভালবাসার ধ্রুবরেখা ঘিরে;


দু’চোখ পুস্প অনলে যায় রে যায় পুড়ে
শূন্য হাওয়া গাছের পাতা ঝর ঝরে পরে-
তেমনী মরণে কেনো পা ছটপটে কষ্ট নাচে
তবুও জ্ঞান হারা সাধু সুধ্যি হাসে- চলছে
দেখি বিবেকহীন ভালবাসা ফুরে-
এভাবেই আসবে ভালবাসার ধ্রুবরেখা ঘিরে।


২৯ মাঘ  ১৪২৬, ১২ ফেব্রুয়ারি ২০
--------------------------------