===========================
ভালবাসা নাম যদি সু-গন্ধী ময় আরাধনা হয় জীবন-
বেদনা সিক্ত মানে আরও সু-গন্ধীময় পূজার ফুল
তবুও ভালবাসার কত ওজন পরিমাপ জানতে চাও-
তারপরও বলে উঠো কম, কম -কম- কতটা কম;


কমের বাতাসে উল্টে যায় শুধু বিশ্বাসে শূণ্যতা দম-
তাহলে কি হবে- অথচ ভালবাসা বুঝাও ফুল অঞ্জলি?
তাতে কি হলো কতটা দূষণ মুক্ত- তা বুঝবে কখন-
যখন নৈবেদ্য অর্চনায় সিক্ত ওলি- অতঃপর ভালবাসা


নয় পরিমাপের দ্রব্যসামগ্রী উপহার- ভালবাসা ছড়াতে
হয় শুধু সু-গন্ধীময়- ভালবাসা শুধু সু-গন্ধীময় নিতে হয়।


১১ অগ্রহায়ণ ১৪২৬, ২৬ নভেম্বর ১৯
--------------------------------