ভালবাসার গায়ে পিচ ছল কাদা ভরেছে
ধরা যায় না- ছুঁয়া যায় না- হয়েছে শুধু
কালগভীরে সঞ্চয়ী দীর্ঘল মাঠ;
আর মেঘের সোনালি রঙ বিরল
জোছনামাখা রাত।

ঘুমহীন জেগে থাকা স্বপ্ন দুলা ঘরে
ভালাবাসার চাদর যেনো শূণ্য -শূণ্য  
এক সকালের কৃষ্ণচূড়া গন্ধ কায়া!


তবুও ভালবাসা দাঁড়িয়ে আছে-
ঠিক মাটির মধ্যভাগে বিয়োগ করা যায় না
এভাবেই চলতে থাকবে ভালবাসা-
পানির মতো কেউ দেখতেও পাবে না।


১৯ মাঘ ১৪২৬, ০৪ ফেব্রুয়ারি ২১
-------------------------------