=================
এক ফুল বাগানে আহা কি
ফুলের গন্ধ মুখর অনুভূতি-
তারে দেখা যায় না-ছুঁয়া যায় না-
পলকে পলক রাখতে হয়;
রেখেছি তাই গভীর নিশি অন্তরায়-
কারণ অকারণে জল করে টলমল
ভালবাসা তার আপনে আপন;


বক শালিকের শস্যশ্যামল মাঠ জুড়ে-
সোনালী নুপুর তালে গানের সুরে-
নেচে যায় গায়ের ফেশকুল্লে-
পুকুর জলে মাছরাঙার ঠোঁটে
রৌদ্রলা করে ঝিলমিল- দুপুর সাজে
পূবালী হাওয়া জুড়ায় না দিলে দিল-
পূর্ণিমাতে কেঁদে উঠে ভালাবাসাই রঙিন।
১৪-০৭-১৮
------------