দু’নয়ন জুড়ে ভোরের শিশির সিক্ত সূর্য
রজনীগন্ধার সুবাস ঝরানো ক্ষণ দীপ্ত;
সন্ধ্যার হাহাকার যেনো নিভ নিভু আলোর
শিখা চাওয়া- রাতটুকু স্বপ্ন বিরল চাঁদ;


অথচ আধারের কায়া গল্প কেউ জানে না-
জানতেও পারে না তারপরও আবার
কোন নতুন প্রজন্মের ভোর হয় -এভাবেই
চলতে থাকে শত কিছু নিয়মের ভোর;


গন্ধরা আবার নতুন ভাবে রূপধারন করে
বৃষ্টির ফোটা আগের নিয়মেই ফুল হয়ে ফুটে উঠে-
এটাই জানি এক একটা সোনালি ভোর।


১৭ চৈত্র ১৪২৬, ৩১ মার্চ ২১
-------------------------------