===============
লোকে বলে সরিষা ভূত
সত্যই আমার চোখে হলুদ-
চিনা জানার মাঝে লম্বা রাত
শুধু গা পুড়ছে ভীষণ রোদ;


সময়ের মাথায় ঝগড়া ঝাটি
মিনিটের কাটা ভাঙ্গে কখন-
অপেক্ষা শুধু ঘন্টার কাটা
বন্ধ হয়ে যাও মাটি-


সত্যই দেখছি আমড়া গাছের
পেতনি- সে তো মধুর চেয়ে খাঁটি-
কি করে বুঝবে বলো ভাল
চিন্তা বোধের ফর্তি- এই
জনমের আরতি-কে দেখে ছবি
ভুতেই খাচ্ছে সবি।


১৪ শ্রাবণ ১৪২৬, ২৯ জুলাই ১৯
------------------------------