সেই সোনালি দিনের কথাগুলোর
মাঝে প্রণয় ছিল কতখানি-এক পূর্ণিমার
চাঁদ বুঝতে পারেনি; বুঝে- বুঝে নিঃশেষ হলো
আমার অমাবস্যা রাত- ভোর কি কথা কয়-
কষ্ট বিড়ম্বনায়-জোনাক জ্বলা রাত-ঘাসফড়িংর
চঞ্চলতা- ফিরতে দেশে খায় দুধ মাখা ভাত!


পেতনি রূপে থাকে দেওয়াল ঘেঁষে- ঘেঁষে
যন্ত্রনা শেষে- ঘারে ভূত- ভূত চেপেছে-
গায়ের পারে ভুলেছে যত- প্রণয়ের তাৎপর্য;
তবুও ভোরের কি কথা থাকে- গোলাপের
পাপড়ির সাথে-আজ শুধু শিশির বিন্দু জল-
ভূতের ভয়ে কেঁপে উঠে- দেহ মনে টল।


১৫ পৌষ ১৪২৬, ৩০ ডিসেম্বর ২০
--------------------------------