==========================
সব বিবর্তন, আজ থেকে বহুদূর
হলুদাপাখির ডানায় ভালবাসা সমন্বয় রাখতে
চেয়েছিলাম; কখন যে জাদুঘর
হয়েছে বুঝতেই পারিনি- তবে দেয়ালের গায়ে
কোথাও কোন স্মৃতি চিহৃ নেই।


কি এমন বডি স্প্রে করেছো সমস্ত কিছু ভুলে
থাকা যায়; ঐ আনাভাবুক মনে কত বার
সমন্বয় ভেঙ্গেছো- তবুও এই জাদুঘরে যত্নো
করে রেখেছি- ভালোই জানো সত্যের মৃত্যু নেই।


তুমি চাঁদের ঝলকে একটি বার পলকিত কর
দেখবে মরচে পরা ঘৃণার সুগন্ধী ঘ্রাণ
ছড়ছে- হলুদাপাখি এই সমন্বয়কারী জাদুঘরে;
অতঃপর দূরত্বের শিকল ভেঙ্গে যাবে
এ আঁধারেই সবুজের সমাহারে জাদুঘর।
১৭-১১-১৮
-----------