::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
দক্ষিণা জানালার একটি উদয়বান শিক ভেঙ্গে গেছে-
যত সব নর্দমার গন্ধ এখন ঢুকছে আর ঢুকছে;
রঙবিরল পর্দাটাও ধূসর পুরাতন হয়ে যাচ্ছে !


কত বার মেরামত করলাম,তবুও নির্লজ্জ নর্দমা শুনে না বারণ;
অসুস্থতায় জানালা পূর্ণিমাকে আর কত সুধায়-
অতঃপর অপেক্ষা, নর্দমার সুগন্ধী ছড়াবে হয় তো একদিন।
০৫-১১-১৭
======