==================
ভেবেছিলাম মৃত্যুর ঘুম বুঝি;
অবশেষে ভোর হলো,
মৃদু উষ্ণতায় সতেজ হলো দেহ;
তবে একটু ব্যথার অনুভব পাচ্ছি-
জানি না কি হবে?


রক্ত সেতো যেটুকু পরার কথাছিল পরেছে।
তারপর নতুন পথের ভোর, সোনালী মন  
এটাই বা কিসের!
বেঁচে থাকা মানে যুদ্ধ করে বাঁচা-
আর এই যুদ্ধ হোক না সত্য কিংবা সহজ সরল
পথে ধী গতির জীবনের রথ।


২৯ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ১৩ জানুয়ারি ২০
----------------------------------------