জন্মান্ধ শিশিরের বিন্দু বিন্দু জলে
যে সাহস দিয়েছো তুমি-
আজ তা বাস্তবতার রুপ নিয়েছে।
যতোই জলাহংকারে ভাঙ্গ
মাটির তুপ আর কুঁড়ে সাজানো ঘর।


আবার সাজাবো সুস্থ্য দেহবল
অবাক চোখে দেখবে তুমি !
করুনা করতে চাও -হা -হা -হা
কিছু পলির শস্যমন্ডু ভালবাসা দিয়ে;


তাতেও পূর্ণ হবে না-
কারণ যে ক্ষতচিহ্ন দিয়েছো
তোমার জলান্ধ ঢেউ বয়ে দিয়ে যায়
যন্ত্রনা আর যন্ত্রনায় ।
১৬-০৭-১৭
-------------