===============================
কেন জানি স্বর্ণ অক্ষরে লেখা ইতিহাসের পাতা নেই
ঐখানে ধোয়া তুলসী পাতার পত পত উড়ানির শব্দ;
অথচ স্বচ্ছ বাতাসের অনুভূতিগুলো শুধু চোখের
ধূলি আর কিছু নোনা জলের রাশি, যমুনার কোন চর
কিংবা কষ্ট পুষা স্রোত; তবুও খুঁজতে থাকি ইতিবৃত্ত;


কিন্তু সীমা নেই- ঝি নেই- রৌদ্রলা আকাশ নেই-
সরিষা ফুল নেই- পরিচিত পাখিদের গান শুনা নেই-
অতঃপর কেমন জানি এক স্বর্থপরতা! দাঁড়াও দেখো-
ইতিবৃত্ত তাও জানি নেই শুধু আঁধারে জোনাকির প্রান্তর।


০৪ ভাদ্র ১৪২৬, ১৯ আগস্ট ১৯
------------------------------