এক জোড়া মাথার মধ্যে
তেমন কোন পার্থক্য নাই;
ইঁদুরের কাজ গর্তে ঢোকা
তাই এ বেলা সে বেলা শুধু
কুটুস কুটুস করে ধান কাটা-
কিংবা নতুন নতুন কাপড় কাটা;
একদিন পার্থক্য খুঁজে আবাক-
পূর্ণিমার চাঁদ হাতে পেয়েছে-
এ দিক সে দিক আনন্দ হারা!
ভেজা ভেজা আয়নার চোখ
সুখে দুখে লাবণ্য জোড়া মাথা।


০৯ চৈত্র ১৪২৯, ২৩ মার্চ ২৩