==================
ওগো চাঁদ ওগো চাঁদ
ভুলে গেছো-অমাবস্যার রাত-
বৃন্দাবনে ভাসে কত
বামন কথায় নীলাদ্রির ঘাট।


জোনাকির জলসা ঘরে
বেদনা পুড়ে- ওগো চাঁদ তোমার
কি ঝরে না শিশির বিন্দু
জলত্রাস; এখানেই জলার্দ্র মেঘ;


জলাঞ্জলি করছে বালুঝড়
জলকুক্কুটের মতো উড়ে চলা সমুদ্র-
তবুও চাঁদের পরে না ঝিলিক-
বেদনায় সিক্ত হাওয়া ঘুম পারানির মাঠ।
২৭-০৬-১৮
--------------