===============
কবিতা কখনো চিরসুবজ-
কখনো ধুসর মৃত্তিকার গন্ধ
অমাবস্যা আঁধার রাত;
তবুও কবিতাকে বাঁচ্চাতে হবে-
সোনালি মেঠোপথের প্রণয়ে
হঠাৎ করা এক মৃদু স্পর্শ ছুঁয়ায়!


অথচ মৃত্যুর আর্তনাদ বার বার
ঝরা পাতার বুকে ফনা হয়ে উঠে-
অতঃপর জল নদী একন্তই
কবিতার পূর্ণিমা জুড়ে চাঁদের
পরশে ফুটে খই আর ঝরা
পাতার গুমরে তুলে গন্ধ।


০৮ আষাঢ় ১৪২৬, ২২ জুন ১৯
------------------------------