=================
যুগের হাওয়া আকাশ কালো
উঠবে কি আর ভুবন জুড়ে চাঁদ!
মাটির গায়ে রঙ সেজেছে-
বুঝবে কি আর আজ!
রঙের সাথে হাওয়ার পিরিত
জলের সাথে দুই চোখ-
চোখ মুখ খুঁজে শুধু সুদূর
মেঘের দেশে সুখ।


মেঘের কোণে বৃষ্টির হাসি
গেলো ভিজে নয় তো খুশি
তবুও যুগের হাওয়া আঁটি শাটি-
বুঝবে না রে মাটিই খাঁটি!
শূন্য বুকে মৌমাছি কিংবা ঘাসফড়িং
হাত বাড়ালেই দিবে যে ফাঁকি!
যুগের হাওয়ায় এমনি কারসাজি-
তারার মেলায় এক সঙ্গে থাকি।


২৪ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ০৮ জানুয়ারি ২০
-----------------------------------------