মধ্যযুগীয় ফ্রেন্স সংগীত থামেনি এখনো;
আমি এই আষাঢ়ে, তালের পাতায়,
শুনছি--- অনবরত বৃষ্টির শব্দ।
ইমরুল কায়েসের মেয়েরা মরুভূমির রোদে দাড়িয়ে
ঘোড়াদের পিঠে চাবুক কষে কষে অস্থির;
মধ্যরাত ও শেষরাতের কাল-সন্ধিক্ষণে
  নুপুরের ঘর্ষনে আমাকে ঝিম ধরাতে চায় ব'লে,
মদালস শরীর ওদের---
যৌবনের তরবারি ডেকে যাচ্ছে আমায়।
ঘাম, নাকি ধারের ঝিলিক?
রক্তের চলাচল এই অন্ধকারেও স্পষ্ট গহীণে চলে, দেখি;
আমি বেদুইন নই...
এ আমার কবিতার সাথে সঙ্গম কাল;
দিন জ্বালানো সূর্য্য চলে গেলে, রাত্রির পর গাঢ় হয় অন্ধকার,
শেষ রাত এর নিঃশেষটুকু আমি কবিতার বাহুযুগলেই বন্দী থাকি।



২২.০৯.১৫
পাইকপাড়া, ফকিরহাট, বাগেরহাট।