(১)
রঙিন প্রেমাচল---
জড়িয়ে রেখেছে আমার এ হৃদয়,
মুছিয়া চোখের জল।
ছন্দহারা মনটারে মোর
স্বপ্নের রঙ দিয়ে,
আঁচল ভরা কোমল ফুলে
দিয়াছে সাঁজিয়ে।
ফুলের কাঁটায় হৃদয় গাঁথা,
বুকভরা তাই বিষের ব্যাথা,
নয়নে তুফান ঢল।


(২)
রঙিন ফুলের হাসি---
সরব করিয়া হৃদয়ে ফুটেছে
পূর্ণিমা-প্রেম-শশী।
নয়নের ঢল, ফুলের বুকে---
হৃদয় সেতারের ধ্বনি,
কান্তি-বিধূ'র চপল হাসিতে
ফুলের রণা-রণি।
প্রেমরূপা ফুল স্নিগ্ধ বিধূ,
হৃদয়ে ঢেলেছে কান্তিমধূ,
সেতারীর প্রেমে ফাঁ'সি।


(৩)
তুমি গো আমার গান।
তোমার হাতের সেঁতার আমি---
তোমাতেই অম্লান।
আমার এ হৃদয়--- সেঁতারের তার;
তোমার পেলব্ হাতে,
মাধূরী মাখায়ে তুলিয়াছে সুর
অশ্রুফুলীর রাতে।
ফাল্গুনী ফুল! তব রূপ ঢল,
তব প্রেম মোর সুর উচ্ছল---
প্রেম ফাগুনের দান।


(৫)
রঙিন আঁচল তলে,
গোপনে আমায় রেখেছ লুকায়ে---
প্রেমের কৌতুহলে।
তোমার ঐ আঁচল--- মাধূরীর পুর,
মদীরার শ্বাসে ভরা;
নিশ্বাসে তব, মত্ত আমার---
অচীনপুরের ধরা।
তোমার বুকের সুরের পুরে,
লুকায়েছ মোরে আপনার সুরে
সিক্ত পাপড়ীদলে।


(৭)
ওগো আমার রাণী!
দুই চোখে মোর, লিখিয়া রেখেছ---
তোমারই হৃদয়বাণী।
তোমার--- ঢেউ দোলানো রেশমী চুলে,
বাসন্তী হাওয়া।
তার মাঝেও সুর-আড়ালে,
আমার আসা-যাওয়া।
সুর গেঁথে তব কন্ঠের হার;
করেছে আমায় সেঁতারের তার,
তোমার পীযূষ-পাণি


(৮)
প্রেমবিলাসী প্রিয়া!
তোমার আঁচল রঙতুলি মোর---
হৃদয় রাঙানিয়া।
প্রেমের বিলাসে, আঁচলের কোণে---
স্বপ্নে এঁকেছ মোরে।
তাইতো তোমাতে মা'ত্ হয়ে থাকি
সুরেলা প্রেমের ঘোরে।
তোমার প্রেমের সুধা,
যত পাই বাড়ে ক্ষুধা;
মাধূরী-তুফান-হিয়া।


০২.০৮.০৯