ঝরা পালকের আশিস নিও,
নিও— কবিতার নিঃশ্বাসে ফেনায়িত সুবাস;
সন্ধ্যার উপমায় মিশে যেও;
আমি সেঁজুতীর অলংকার— এ আমার বিশ্বাস।
যে ফুল ফোটেনি, ফুটবেনা কভুও,
এরকম হাজারো ফুলের নীড়ে আমার পরবাস;
তুমি চাইলে— তাদের আদর দিও;
নেহায়েত— ফুল না'ফুটলেও— আমি হবো তোমার বুকের নিশ্বাস।।


হৃদয়ের তলে বাষ্পের মতো দীর্ঘশ্বাস যখন ঢেউ তোলে,
আশা-বিশ্বাসের চন্দন-টিপ মুছে যায়— গোধুলীর ললাট থেকে;
সন্ধ্যার আঁচলে— পূর্ণিমার বুকে কুয়াশার কান্না দেখে,
হিমালয়ের মতো জমাট হয় দু'নয়নের অশ্রু— নিস্তব্ধ কলরোলে।
আমি তাকিয়ে থাকি মনের কোণে, হিরকদানার মতো—
অশ্রুর দিকে, জমাট রক্তে হৃদয়ে— আমার হাজারো ক্ষত।।


২৯.০১.২০১০
পাইকপাড়া।