তোমার হাতের নীল হীরার আংটিতে চুমু দিওনা;
বরং আমার এই রুধির-লালাভ রুবির আংটিটা নাও।
তুমি নীল হয়েছ কিসে;
তোমার চোখ অমন হীরার মত কেন আমি জানিনা।
আমি তো খোঁচায় খোঁচায় রক্তাক্ত হয়েছি এবেলায়!
ওই দিনের সব রংগুলো তাই,
তোমাকেই দিতে চেয়েছিলাম আমি; মনে কি আছে তাও?
লাল-নীলের ব্যাবধান যাক ঘুঁচে;
তোমার বরং লালেই মানাবে বেশ।।
হ্যাঁ, হ্যাঁ, এবার খাও গো চুমু এ পাথরে;
হয়েছে আংটি বদল শেষ!
তুমি কি আমার হলে? নাকি একাকার হলেম মিশে!
লজ্জা পেল কি ঝড় থামা ওই কামুকী অধরে?
ঢেলে সাঁজিলাম আমি-তুমি, এবার যেথায় যাবে যাও।
আমায় কিবা তোমায় কেউ আর আলাদা চিনবেনা।


১০.১১.১৫
ঢাকা।