২৫শে মার্চ,সেই রাত্রিতে,আমি বলছি মাকে
মা,মা ওখানে দেখ দাউদাউ করে
জ্বলছে অগুন কিসের।
বাবা এসব দেখে বললেন,
এখনি তোরা যা পালিয়ে ;
পাকিসত্মানীরা যুদ্ধ ঘোষনা করেছে।
বাবার সেই কথা শুনে
আমরা যাচ্ছিলাম পালিয়ে।
কিন্তু হটাৎ পিছু তাকিয়ে দেখলেম
কে যেন বলছে বাবাকে ডেকে,
কন হু তোম ন্যো ॥
তার পর বাবা বললেন
আমরা হলাম বাংলার দামাল ছেলে;
হটাৎ একটা গুলির শব্দ এল ভেষে কানে
তাকিয়ে দেখি বাবা মাটিতে লুটিয়ে গেছে।
সেই রাত্রিতেই মাকে তারা জখম করেছে।
তার পর মোরা পালিয়ে এলাম বহু দূরে;
গ্রামেও দেখি একই চিত্র
পাকিসত্মানিরা চালাচ্ছে হত্যা যঙ্গ।
কেউ পাইনি রেহাই,থেকে পাকিসত্মানিদের জবাই।
সবাই মরেছে তাদের অসেত্রর আঘাতে।
একদিন আমি হাটতে ছিলাম নদীর ধরে,
আমার ছোট বোন ফুলিও ছিল মোর সাথে;
হটাৎ একটাগুলি এসে লাগল ফুলির গাঁয়
ভাইয়া বলে ডাকদিয়ে সে নিরব হয়ে রয়।
ঝড়নার মত ঝড়ছে রক্ত তার কোমল গায় থেকে
রক্তের মধ্যে দেখতে পেলাম বাংলার স্বাধীন পতাকা টাকে।
দেখতে পেলাম রক্তের ধারায়
সকল জনতা মিছিল নিয়ে আসছে,বলে-
জয় বাংলা,বাংলার জয়
স্বাধীন বাংলা,বাঙ্গলীর জয়।