সেদিনের কথা গুলো মোর আজও মনে পড়ে
মা আমায় বলছে ডেকে,
ভয় তোরা পাসনে ওরে খোকা,
পাকিস্তানিদের হারাতে তোরা
যুদ্ধের ময়দানে যা।


পাকিস্তানিদের হারিয়ে তোরা  
বিজয় ছিনিয়ে আয়।
অত্যাচারীদের দমন করে
শান্তি নিয়ে আয়।


রাখবি বুকে বল,
সাহস রাখবি মনে;
বিজয় ছিনিয়ে আনবি তোরা
এই দেশ মাতারই টানে।


কখনই তোরা মানবিনা হার
জীবন দিয়ে হলেও রাখবি
এই বাংলার মান।


পরাজয় তোরা করবিনা বরণ
করবিনা তোরা আত্নসমর্পন,
যতক্ষন না তোদের থাকে জীবন।


যারে খোকা যুদ্ধে যা
বিজয় ছিনিয়ে আয়,
যারে খোকা যুদ্ধে যা
পরাধীনতার গ্লানি মুছে আয়॥