আজি বসন্ত এসেছে ধরায়,
হবে গো মিলন তোমাতে আমায়।


আজি প্রভাতে বাসন্তী সাজেঁ সেজো গো তুমি,
দেখিবে আপন ভূবন,গাহিবে তোমার স্তুতি।


আজি এ ফাল্গুনে এসেছে বসন্ত,ডাকিছে তোমায়,
জানি তুমি দেবে সাড়া,মম গলে তুমি পড়াবে মালা।


আজি এ বসন্তে কত ফুল ফোটে,কত পাখি গায় গান,
তাইতো তোমাতে চেয়েছি আমি কনঁকচাপার ঘ্রাণ।


আজি ফাল্গুনে নব বসন্তের প্রভাত বেলায়,
মম মন প্রাণ বেকুল তোমাকে দেখায় নেশায়।


আজি এ ঋতু রাজ বসন্তের প্রভাত বেলায়,
এনেছি কুড়িয়ে পলাশ,কৃষ্ণচূড়া বাধঁবো তোমার খোঁপায়।