মাগো তোমার জন্য আমার এই কবিতা লিখলাম
কবিতা আমি বাংলাদেশে নামে উৎসর্গ করলাম।
মাগো তোমার জন্য যারা জীবন করেছে কুরবান
তাদের জন্য আমি আমার এই কবিতা লিখলাম ।


মাগো তোমার কোলে জন্ম নিয়েছি আমি ধন্য
এই কবিতা আমি লিখলাম শুধু তোমারই জন্য
একাত্তরে বুক থেকে ঝরিয়েছে যারা রক্ত ,
আমার এই গান শুধু তাদের জন্য ।


মাগো স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছে পাকহানাদারদের গুলিতে
ঝরিয়েছে যারা বুক থেকে তাজা লাল রক্ত,
নদীতে যারা ভাসিয়েছে রক্তগঙ্গা,
তাদের জন্য লিখলাম মাগো এই একখানা কবিতা ।


কখনো পারব না ভুলে যেতে আমি একাত্তরের কথা
আমি হয়েছি এতিম, হারিয়েছি বাবা মা
ছোট্ট ভাই এটা কেও হারিয়েছি আমি এই যুদ্ধে
বোনের উলঙ্গ দৃশ্যও আমাকে হয়েছিল দেখতে ।


মাগো তুমিই বল্, কি করে ভুলে থাকি ঐদিন গুলোকে ?
মাগো তোমার এক লক্ষ ৪৭ হাজার বর্গমাইল জুড়ে
ত্রিশ লক্ষ শহীদ বীর বাঙালি আছে গো শুয়ে ।
ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্তে মোরা লিখেছি তোমার নাম
তাই তো হৃদয়ে শুধুই বাজে বাংলাদেশী গান।