মায়ার বাধেন আমি বাধা পরেছি
মাগো আমি তোমার প্রেমে পড়েছি।
তোমার এমন রূপের মায়ায় পাগল হয়েছি
মাগো আমি তোমায় ভালবেসেছি ।


এমন রূপ তো আমি দেখিনি আগে
কাশফুল ফুটে আছে নদীর বাকে বাকে।
মৌ মৌ গন্ধ আমি পাই গ্রামের বনে,
দোয়েল শিষ দিয়ে যায় ঝাউ বন থেকে।


মাছরাঙ্গা,শালিক, দোয়েল যায় ঝাকে ঝাকে
এমন রূপ আমি দেখিনি তো আগে,
তাই তো মাগো,এ মন তোমার প্রেমে পড়েছে।


ছোট্ট ছোট্ট নদী গেছে তোমার বুক চিরে
ঢেউ এর তানে তোমার নাম গান হয়ে আসে,
তাই তো বাংলাদেশ তোমার এ নাম
আমার হৃদয়েতে বাজে।