আমরা সবাই থাকি মোরা একটি গ্রামে
গ্রামটি হল মোদের নদীর তীরে।
তবুও থাকি মোরা ১২মাস মহা সুখে
কারও মাঝে নেই কোন অহংকারের গ্ল¬ানি
তাই তো মোরা নিরহংকারী
আমাদের সবার মাঝে আছে ঐক্য,
সত্যের বিরুদ্ধ কেউ কথা নাহি কয়।
১২মাস ভরে গোলায় ধান থাকে,
মাছ থাকে পুকুর ভরা।
সবার মাঝে আছে ঐক্য ভরা প্রাণ,
সবুজের মাঠে দুল খেলানো ধান আর ধান।
সবুজের দুল খোনো গ্রামের ধানের মাঠে
সোনালির ছড়াছড়ি হয় ধান পাকলে।
এতেই পরিচয় মেলে
এসেছি মোরা গ্রাম বাংলায়।