এই পৃথিবীর আলো-বাতাস
সবটুকু তোমাকে দিয়ে
এই নিরুদ্দেশ যাত্রা,
বিদায়ের ক্ষণে তুমি এলে না !


যৌবনের সবটুকু দিয়ে
যে বীজ বুনেছি,
সব শস্য তোমার জন্য রেখে
শূন্য হাতে এ চিরন্তন যাত্রায়,
তবুও তুমি এলে না !


তোমার যৌবনের নদীতে
অবিরত বয়ে চলা জলে
বেঁচে আছে যে অকুল পাথার,
অকাতরে দিয়ে গেলাম,
নৈঃশব্দ্যের আহবানেও
তুমি এলে না !


জীবন কী এতই দামী,
আত্মার চেয়েও অধিক ?
অথচ প্রেম নাকি সব !
দেহের কাছেই পরাজিত তুমি
অনুতাপের শেষ সুযোগে
কেন যে তুমি এলে না !