সুদর্শন সাবলীল তুমি লকলকে তরুণ
ঊষা ছাড়িয়ে রাঙ্গা প্রাতে
যেন লাল টুকটুকে অরুণ।


দুরন্ত চপল, রহস্য বালক
           পড়ন্ত বিকেলের ধূসর আভায়
বাহুদ্বয় সুপ্রশস্ত মিশেছে অম্বর নীলিমায়
তারুণ্যের উদ্দীপ্ত বাহার ঝরছে বাহুতেই!


সুচারু ভ্রুদ্বয়ের নিটোল চোখের উষ্ণ চাহনিতে
বধনে লয় শিহরণ যেন, পৃথিবীর
সব প্রেম কাব্য লিখা ওই নয়নেতে।


                   ছান্দনিক কথার অন্তরালে
তোমাকে নিয়ে কত নারী স্বপ্নে হারালে
লোমশ বুকের প্রান্ত ঘেঁষে থাকিতে জড়ায়ে।