আমার এক আফসুস পাখি হয়ে কেন জন্মালাম না।
শুন্য মাঠে গমনের এই প্রমোদ, গন্তব্যহীন ছুটতে পারার এই আমোদ অলিখিত।
যেখানে রবে না কোন বাধ্যতা,যেখানে রবে না কোন অবহেলা,যেখানে রবে না কোন বাধা পাওয়ার তীব্রতা।
শুধু রইবে শুন্য আকাশে ভবঘুরে পথিকের মত ছুটার রিক্ততা।


আমার এক আফসুস আকাশ হয়ে কেন জন্মালাম না।
রংধনুর আবরণের ছায়ার আভা, নীলচে বর্ণের অনুপম ওই  রেখা অলিখিত।
যেখনে রবে না মেঘমালার কান্না ,রৌদের প্রখরতার ,বজ্রের পরাক্রান্ত ধ্বনি
শুধু রইবে মুক্তমনা সীমাহিন মলয়ের হাওয়া।


আমার এক আফসুস কেন প্রকৃতি  হয়ে জন্মালাম না।
শিশিরভেজা সকালের এই সীমাহিন চিত্র,ফাগুনের ওই মধুমাখা প্রস্ফুটিত সুবাস অলিখিত।
যেখানে রবে না কোন
যেখানে রবে না কোন মায়াজাল,যেখানে রবে না কোন ইন্দ্রজাল,রবে না কোন ক্লান্তঘেরা মনের নাচন,শুধু রইবে আনন্দের ধারার অবগাহন।


আমার এক আফসুস কেন চাদ হয়ে জন্মালাম না।
স্নিগ্ধ কোমল জ‍্যৌছনা রাতের এই চোখজুড়ানো   ছবি,আমাবস্যার নিশির অবগাহনের মুর্তি অলিখিত।।
যেখানে রইবে না কোন স্বার্থ, রইবে না কোন বিনিময়ের মোহ, রইবে না কোন বড়াইয়ের তারনা।
শুধু রইবে  হিত সাধনের অনন্য নজির।