অসামান্য অবদানের তীরে
বিদ্রোহের জ্বালা জড়িয়েছেন যিনি,
ধুমকেতুর উল্কাতে,
খহ্বরের প্রেরণার খনে
বিদগ্ধ কন্ঠে সমন্বিত করেছেন তিনি।
মানবতার মহাখনে বসে,
মনুষ্যত্বের উন্মেষ গঠিয়েছেন যিনি,
সংগ্রামের কূলের যাত্রী হয়েও
স্বাধীনতার অবয় করেছেন তিনি।
নিপীড়িত,লাঞ্চনা উপেক্ষার উর্ধ্বতন করে,
সাম্যবাদীতার শাখাকে করেছেন দীর্ঘ যিনি,
কাব্য কলহ,নাট্য থিয়েটার,
ইতিহাস-উপন্যাসে যে ছিলেন সব্যসাচী,
রণ-সংগীতের মিছিলে ছিলেন যে তিনি বিদ্রোহী,
প্রান্তিলগ্নে এসে নিজেকে চিনিয়ে হয়েছেন জাতীয় কবি।