সহস্রধারা ঢেউ বয়ে যাক এই আঙ্গিনায়,
অবিশ্বাসের সুপ্ত শিখা জ্বলে যাক এই প্রজ্জ্বলনায়, অবক্ষয়ের মৃদুস্বরে হারিয়ে যাওয়া চিত্রটি, ফিরে পাক নিজের অজানায় গাথা স্মৃতিগুলো।
জমাটবাধা অশ্রুসিক্ত নয়নের গড়িয়ে পড়া নীর,মেঠোপথে হারিয়ে যাওয়া স্নিগ্ধ সুবাস,
ক্লান্তিঘেরায় নিভে যাওয়া প্রজ্জ্বলিত শিখা,
ফিরে পাক নিজের অজানায় গাথা উচ্ছ্বাস।
বদ্ধঘরে আটকে থাকা অনুভুতিগুলো ব্যাপ্তিকাল ভেঙ্গে, ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রাচীর নিঃশ্চেদ করে, অকল্পনীয়, অচিন্ত্যনীয় স্বপ্নের পাতাগুলো,
ফিরে পাক নিজের অজানায় গাথা গন্তব্যের মশাল।
নিঃস্তদ্ধ মেঘগুলোর বিরামহীন পথচলা,
অবিরাম বয়ে যাওয়া অনিল হাওয়ার স্পৃহা,
অধীর আগ্রহে মেঝেতে পরে থাকা ক্ষ্রান্ত শব্দগুলো, ফিরে পাক নিজের অজানায় গাথা নীড়।
মায়ার চাহনিতে চেয়ে থাকা জ্যোছনাগুলো,
অপেক্ষার প্রহর গুনতে থাকা খেয়া ঘাটের নৌকাগুলো, বিদগ্ধ হয়ে থাকা অস্থিসার ছায়াগুলো, ফিরে পাক নিজের অজানায় গাথা সুবোধ।