নিজ সত্তাকে বলছি,
তোমাকে হতে হবে উদ্ভাসিত পথিকের ন্যায়।
যেখানে থাকবেনা কোন বিনষ্টতা ,থাকবে না কোন চৌচিরতা,থাকবে না কোন অস্থিরতা,শুধু বইবে  প্রসন্নতার বুলি।
নিজ সত্তাকে বলছি,
তোমাকে হতে হবে সমীরের ন্যায়।
যেখানে থাকবে না কোন দমে যাওয়ার ডর যেখানে থাকবে না কোন পিছুটানের ডর ,শুধু চলিবে স্বীয় আলয়ের ভর।
নিজ সত্তাকে বলছি,
তুমি নিরেট,তুমি নির্ভীক,তুমি অকপট,
তুমি অমায়িক তোমাকে হতে হবে সুগায়িক।
তোমার ছায়ায় যেন থাকে নীতিবোধের ছোয়া,
তোমার নিসর্গতে যেন থাকে স্থিতিশীলতা।
মুল্যবোধের বিচরনের ভ্রান্তি যেন
লুফে নিতে নাহি পারে তার আত্মবোধর
অবক্ষয়।
নৈরাজ্যের অভিশাপে যেন নাহি হয় তার
আত্নমনের বিলোপ।
হে নিজ সত্তা,
নির্গুনে তুমি হইয়ো না পুর্ণ।
নির্গুনে তো কেউ পারে নি  বশে আনিতে
এই মর্ত।
স্বীয় আত্মকে ভরিতে হইবে গুনের  দীপ্ত রশ্নি
দ্বারা,যেন নাহি পারে অবলেহ করিতে কোনো
অবলার ইশারা।