হাঁটছি ধীরে-ধীরে
জন্মের পথ ধরে
পৌঁছব নিজ নীরে
মৃত্যুর পর।
সরল-সোজা পথে
যেতে চাই জান্নাতে
হয় যেন শান্তিতে
মোর সফর।
বিরান ঘরবাড়ী
বন্ধু-স্বজন ছাড়ি
সম্পদ টাকাকড়ি
অন্যের রয়।
ছুটছি পেতে কিছু
মালের পিছু-পিছু
উদ্দেশ্য আরো উঁচু
আরো সঞ্চয়।
কৈশোর পথ দিয়ে
যৌবন ঢালু বেয়ে
বৃদ্ধের রূপ নিয়ে
ধনকুবের।
থমকে দাড়ি নাড়ি
আয়নায় ঢুঁ মারি
রং ধরেছে দাড়ি
মুসাফিরের।
জাগো ওহে ভৈরব
তুলে আনো বৈভব
ছুড়ে ফেলে শৈশব
আলস্যহীন।
মৃত্যুর কথা ভেবে
আমল করো ভবে
চিরন্তন যা রবে
হবে না লীন।
সালাতে হও নত
সুপথে হও ব্রত
যিকিরে অবিরত
স্বর্গপথিক।
থাকব না এ গঞ্জে
আমি তুমি কেউ যে
প্রাণহরণ সহ্যে
মৃত্যুপথিক।
যেতে আমি চাই না
ছেড়ে জমি গয়না
তবু কেউ রয় না
জগত মাঝে।
দেখো তো ঘুরে-ফিরে
বিশ্বের জাদুঘরে
সকলে আছে মরে
তথ্যের ভাঁজে।