আমি স্বাধীন,আমি মুক্ত,
আমি নবীন,আমি পাথরের চেয়ে শক্ত,
আমি আজ অনড়,আমি অভুক্ত।
আমার হাতখানা আজ শান দেওয়া অসি,
আমার দেহের ভার পাহাড়ের চেয়ে বেশী।
আমি বর্শির চেয়ে বেশী বক্র,
জীবনের প্রতিদিন আমার শেষ শুক্র।
আমার গতি আজ বুলেটের মতো,
মুহূর্তে ধ্বংস করতে পারি কামান-মিসাইল যত।
আমার হৃদয়ে বান ডেকেছে সাহসী সাগরের ঢেউ,
উত্তাল আমি,ভাসিয়ে নিয়ে যাব সব,রুখবার মতো থাকবে না আর কেউ।
আমি বর্শার মতো সোজা তবে তীক্ষ্ণ,
সব অপরাধীদের আজ করে দিব নিশ্চিহ্ন,
অসুবিধে করলে শেষ করে দিব জীবন সায়াহ্ন।
আমি বাংলার বীর,আমি মুসলিম সেনাপতি,
আমার বুকে সাহসের নীড়,আমি পাল্টাব আজ ঘূর্ণিঝড়ের গতি।
আমি আজ ভেঙ্গে দিব সব দেশেকার সীমানা,
দৌড়ে যাব এদেশে-সেদেশে ,দৌড়ে যাব সবকোণা,
আজ হৃদয়ের ডাক এসেছে;এসেছে সকল সম্ভাবনা।
রক্তে আমার আগুন ধরেছে ,যুবক হয়েছি আমি,
আজিকে আমার বেগ দেখে তাই রকেট গিয়েছে থামি।
সব ধনীদের কালোটাকা আজ করে দিব আমি ছার,
খারাবি সবই ভেস্তে দেব,দানিব আজিকে তাদের পাওনা মার।
পৃথিবীর সব বকেয়া আজিকে পরিশোধ হবে বুঝি,
আমরা জেগেছি, আমরা জেগেছি,খাব না আর সুজি।
বের করা হবে আজ;কে সন্ত্রাস কে মহাদিল,
সব চালাকি ফাঁস হবে আজ আমরা ধরব চিল।
তড়িৎ আমরা, ধরিস না কেউ ,খাবি যে তোরা শক,
সূর্য আজিকে পুড়িঁয়ে মারবে সকল কালো বক।
ভয় পেয়েছে ভয়ই আজি আমার আকার দেখে,
মাফ করো ভাই,মাফ করো ভাই ,বলছে আমায় বড়ই করুণামেখে।
মৃত্যু আমার শখ হয়েছে,মৃত্যুকে নেই কোন ভয়,
সত্য পথে মরলে সবাই বেহেশতেরই পথিক হয়।
খোদার সনে মরব আমি,শহীদ হব আমি,
আমি আজ তাই শহীদী মৃত্যুকামী।