নিথর আমার দেহখানি কিছুই হয়তো বলবে না,
আমার সাথেই জাতির বিবেক কবর দিলে,
প্রতিবাদের অপরাধে মানুষ এখন খুন হলে, 
ঘুমন্ত এই জাতির বিবেক জাগবে না।


শহীদ হবো মরবো তবু হার কখনো মানবো না,
আমার প্রাণের বিনিময়ে লক্ষ প্রাণে বারুদ জ্বলে,
আমার দাবী, আমার চাওয়া ছড়িয়ে যাবে তরুণদলে,
সত্য বলা কসম খোদার আজীবনেও ছাড়বো না।


হাজার ছেলের হৃদয়মাঝে জ্বলবে অনল নিভবে না,
মিথ্যারা আজ হায়েনা হয়ে ঝাপায় গিয়ে হিল্লোলে,
উগ্রতা কেন পার পাবে আজ সত্য কেন যায় টলে,
এখনো কি আর হয়নি সময় ঘুম তোমাদের ভাঙবে না?