১৪ ই ফেব্রুয়ারি এক মোহ
আল-আমিন রানা
*========*


১৪ ই ফেব্রুয়ারি আসছে বলে ,
তেরো তারিখে নিশি জেগে শুভেচ্ছা
শুধু এর মধ্যে ভালবাসা নয় ।
ভালবাসা হচ্ছে মনের গভীরতা
সকাল সন্ধা প্রতি বেলা
দিবা নিশি মনের তরে
ভালবাসার প্রিয় মানুষ সতত থাকে ভাবনা জুড়ে !


১৪ ই ফেব্রুয়ারি আসছে বলে ,
এই দিনটা রে ঘিরে ,
কাছের মানুষকে কিছু উপহার দেয়ার নাম
ভালবাসা নয়  ।
ভালবাসার মানুষের সামনে ঘিয়ে
বোকা একটা হাসি দিয়ে , তোমার জন্য
এই ফুল ছাড়া কিছুই আনতে পাড়ি নি !
এটাকে ই ভালবাসা কয় ।
১৪ ই ফেব্রুয়ারি আসছে বলে ,
এই দিনটা রে ঘিরে ,
যদি তুমি কারো প্রেমে পরো , তা ভালবাসা নয়  ।


ভালবেসে হৃদয় থেকে , মনের কথা বলবে খুলে
যখন খুশি , ইচ্ছে হলেই দেখতে চাইবে
এটাকে ই ভালবাসা কয় ।
১৪ ই ফেব্রুয়ারি আসছে বলে ,
এই দিনটা রে ঘিরে ,
প্রিয় মানুষটারে পার্কে সময় দেয়ার নাম ,
ভালবাসা নয়  ।
১৪ ই ফেব্রুয়ারি আসছে বলে ,
এই দিনটা রে ঘিরে ,
কোনো মেয়েকে দর্শন করার নাম ,
ভালবাসা নয়  ।


১৪ ই ফেব্রুয়ারি আসছে বলে ,
এই দিনটা রে ঘিরে ,
এই দিনে কোনো মেয়েকে ভুলিয়ে বাগিয়ে
হোটেলে/ফ্লাটে নিয়ে তার
ব্রীড়ার স্বাদ নেয়া র নাম
ভালবাসা নয়  ।
ভালবাসা সেত অসীম অনাবিল
যার গভীরতা স্পর্শ করে হৃদয়কে ,
ভালবাসা সেত সতত সবার জন্য ,
বাবা মা ভাই আর বোন সকলের জন্য
শুধু প্রেমিকার জন্য নয় ,
শুধু প্রেমিকার জন্য ভালবাসা ,
ভালবাসা নয়  ।