বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আল-আমিন রানা
*========*


মুজিব ছিলো একটি নাম সারা বাংলা জুড়ে,
সে ছিলো বীর সন্তান।
পৃথিবীর বুকে এঁকে ছিলো এক মানচিত্র,
রেখেছিল বাংলার মান।
যখন তুমি দিয়েছিলে ডাক,
রক্ত যখন দিয়েছি - রক্ত আবার দেবো!
তবুও এই দেশ কে স্বাধীন করবো ইনশাআল্লাহ
তোমার ডাকে সারা দিয়েছিল মুজিব-
বাংলার লক্ষাধীক বীর সন্তান।
ঝাপিয়ে পরলো মুক্তির তরে
ভাংতে পাকিস্তানিদের বিশ দাঁত।
যুদ্ধের সময় শপথ নিয়েছিল সবার হস্তে সবাই রেখে হাত
রুখতে হবে তাঁদের,  শোষণের করতে হবে অবসান!
তুমি নেই মুজিব কে বলে?
তুমি আছো অনেকেরই অন্তরে।
তাই আজ আমি কবিতায় তোমাকে
প্রকাশ করে যাচ্ছি সকলের কাছে-
যারা নতুন প্রজন্ম আসবে।