মানুষের ভিড়ে ক্লীব
আল-আমিন রানা
*========*


এই বিশ্ব জগতে যত মানুষের বসবাস ,
অধিক রয়েছে ক্লীব হেথায় !
এই বিশ্ব জগতে যত মানুষ রয়েছে
তাদের তরে কেবল মানুষ ই নহে !
হেথায় ক্লীব ও রয়েছে বটে ।


যতবার বিশ্বাসের সম্পর্কে নিজেকে সঁপে দিয়েছি ,
তত বারই ছলনার জাল বুনেছে আমাকে ঘিরে ।
আমি চেয়েছিলাম ,
দেখেছিলাম স্বপ্ন
মিথ্যা আবেগ , নাকি সত্য বিবেক !
লুক্কায়িত ভালবাসা , নাকি প্রকাশিত প্রেম ?
তাহা হয়তোবা রহশ্যই রয়ে যাবে ।
কেউ হয়ত বুজবে , কেউ হয়ত বুজবে না
এ ত সেই মানুষ রূপী ক্লীব জাতির শয়তানি ।
শয়তান ই ত শুধু শয়তান নহে
ক্লীব সংশয়ে আজ আমার এ হৃদয়
ব্যথিত হৃদয় আজ বলে , বুজি না বাস্তবতা