করোনা ভাইরাস ২
আল-আমিন রানা
*========*


এই ধরণী আজ কেমন হয়ে গেছে ,
অস্থিরতায় ভরা আজকের এই পৃথিবী !
এ বসুধারা-র প্রতিটি মানুষ প্রায় মুমূর্ষু ;
বৈদ্যশালা-য় ঠাই নেই রোগী কানায় কানায় ,
অতিরিক্ত সুরক্ষা আইসিইউ হয়ে উঠেছে বানিজ্যের বাজার ।
করোনা ভাইরাসের আওয়াজ তুলে ,
মৃত্যু দূত আজরাইল কেড়ে নিচ্ছে অজস্র প্রাণ ।
এই পৃথিবীর চতুর দিক আজ মৃত দেহ দিয়ে ভরা ,
এই ধরার প্রতিটি শহর জেনো হয়েছে আজ মৃত দেহের স্তুত ,
থেমে নেই মৃত্যু , বিশ্রামও নেই মৃত্যু দূত আজরাইলের !
অথচ নির্দয় কিছু লোভী পাষাণ ,
প্রতাপশালী যত চোষে বেড়াচ্ছে প্রতিটি রাস্তা অলি-গলি ।
গ্লান যান যাচ্ছে যখন , দিচ্ছে জানান
যাচ্ছি বৈদ্যশালা-য় অক্সিজেন স্বল্পতা-য় ভোগা-
মুমূর্ষু কাউকে নিয়ে ,
হয়তো কেউ হবে সুস্থ , নয়তো ফিরবো কারো মৃত দেহ নিয়ে ।
আজকের এই করুন মৃত্যুতে লাশ ও ভীষণ লজ্জিত !
যে লাশের আজ নেই বড়ই পাতার গরম জ্বলে গোসল ,
নেই আতর চন্দন , নেই জানাজা , নেই খাটিয়া ধরার লোক !
পৃথিবী জুড়ে যত জ্ঞ্যানি আর গুনি অসহায়ের মত ,
ভাবছে শুধু , কিন্তু বের হয়নি দাওয়াই ,
বিজ্ঞান আর গবেশনা হেরে গেছে আজ করোনা র COVID 19 কাছে ।
কি ধারুন আদর্শ এ করোনা র , ক্ষণে ক্ষণে বদলে যায় রং ,
এই করোনা র গতির অবস্থান ।
হতভম্ব হয়েছে আজ অর্থনীতি ,
কর্ম নেই লক্ষ কোটি মানুষের ,
রক্তের আত্বিয় আজ হয়ে যায় পর ,
এ করোনা র ভয়ে আতংকিত সবাই ,
গৃহবন্দি পুরো পৃথিবী ।
দুশ্চিন্তায় কারো ঘুম নেই ,
সংকটে নিপতিত আজ সকলের জীবন !
এ ধরায় কতদিন রবে এই অবস্থা ?


লেখাঃ করোনা কালিন সময়ে চিত্রকে ঘিরে লেখা এই কবিতা ।
লেখার সময় : 26-4-2020