অন্ধকারই প্রিয়
আল-আমিন রানা
*========*


রাত আমার নিকট অতি প্রিয় ,
আমি ভালোবাসি অন্ধকার !
রাতের আকাশে মিষ্টি মিষ্টি তারা জ্বলে-
আকাশ পানে মিষ্টি একটি চাঁদ ।
দিন কাটে কষ্টে আমার !
দিনের চার দেয়াল কষ্টের চাদরে মোড়ানো ।
চারিদিকে কোলাহল আর যত সংঘশ্র !
রাত আমার নিকট অতি প্রিয় ,
রাতের পৃথিবী থাকে নিশ্চুপ !
চারপাশ থাকে ঘিট ঘিট অন্ধকার ,
নিশ্চুপ এই রাতে থাকেনা কোনো কোলাহল ।