প্রবাস
সনেট
আল-আমিন রানা
*========*


যে জন্ম ভূমির তরে । মিলে নি রতন ,
নির্বোধ আমি প্রবাসে । যত কষ্ট বয়ে !
কষ্টে ভরা মম এক । পরাজিত হাসি ,
যৌবনের আয়ু মম । অন্য ভূমে কাটে
যত তত কষ্ট করে । হয়না যতেষ্ট
মম মাকে মনে হলে । হই যে অতিষ্ঠ
অবহেলার প্রবাস । মম নিত্য সঙ্গী
দেশের প্রখরতা র । লুক্কায়িত কষ্ট !


দূর থেকে দূরে আমি । দেশে পরিবার
মম গর্ব কেঁদে কেঁদে । কর্ম করে খাই
পরিশ্রম করে মম । ঘামে দেহ ভিজে
প্রভাত হতে আধার । কঠোর এ ক্লান্তি
এক মায়ের উদরে । মম ভাই বোন
তাদের  পাণিগ্রহণ । আমি অনুপস্থিত